দলবদলের মানুষ আমি
কলমে এবং কণ্ঠে – মফিজুর রহমান (মফিজ)
জন্ম থেকেই দেখছি মিঠুন
রয়েছে লালের দলে।
দলবদলের বললে কথা
বলে, আমি একই বাপের ছেলে।
সুমন ও ঐ একই রকম
গেরুয়া তার পাটি।
জন্ম থেকেই এটাই সাথী
এতেই নাকি হবে মাটি।
সাগর বলে সবুজ আমার
জীবনেরই ধারা।
বাঁচবো যতদিন থাকবে ততদিন
কোন আপোষ ছাড়া।
আমি তেমন নইকো বোকা
যে, এক দলেতেই রইবো পরে।
তিন দলেরই তিনটে ধ্বজা
রাখি ঘরে যত্ন করে।
মিঠুন সুমন সাগর বাবু
যখন যে যা বলে,
আমার তো ঐ একই কথা
আমি তোমার দলে।
চলছে ভোটের গণনা আজ
খবর শুনি সব ছেড়ে কাজ।
যে দল হবে পাল্লা ভারী
আমি তো আজ শুধুই তারি।
বিজয় মিছিল রাস্তা ভরা
তাতে আমিই সর্বসেরা।
বাকি দুখান ঝান্ডা ঘরে।
রাখি তাদের যত্ন করে।
হয়তো তারা পরের বারে।
কেউ একজন উঠবে ঘাড়ে।
ভাবছো দলে এমন মানুষ
আমিই শুধু একা।
অধিক মানুষ আমার দলেই
সেটাও যে মোর দেখা।
সমাপ্ত।