গাছেদের ভালোবাসা

কলমে- কল্যাণী সরকার

বানীপুর, উত্তর চব্বিশ পরগনা, পিন 743233

 

মনের অজান্তে একটা ছোট্ট বীজ

পুঁতেছিলাম ঘরের দক্ষিণ কোনায়

মনে রাখিনি তার কথা কখনও

সে কিন্তু ভোলেনি আমায়

ভরা গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে

কোনো এক বৃষ্টি ভেজা সকালে

আবিষ্কার করলাম তার উপস্থিতি

মাটি ফুঁড়ে উঁকি ঝুকি দিচ্ছে

দেখছে আমায় অপলক

কৃতজ্ঞতা জড়ানো চোখে

স্নেহের স্পর্শে ছুঁয়ে দিলাম তাকে

ভালোবাসার দোল লাগলো শরীরে

শুধু একটু আদর মেশানো জলে

প্রতিদিন তাকে ভিজিয়ে দিলাম

বিনিময়ে সে দিলো আমায় ভরিয়ে

তার ফুল, ফল, ,ছায়া – মায়া য়

নিজেকে নিলাম জড়িয়ে

প্রতিনিয়ত বাঁচার রসদ

অক্সিজেন যাচ্ছে জুটিয়ে

এভাবেই গাছেরা নিঃস্বার্থ ভালোবাসায়

তাদের সবটুকু উজাড় করে

আগলে রাখে আমাদের

কিন্তু তবুও কেনো আমরা

ধংস করি প্রিয় গাছেদের???

এসো একসাথে শপথ নেই সবাই

“গাছ লাগাই – – নিজে বাঁচি অন্যকে বাঁচাই” ।

Loading