কফি হাউস
কলমে- পিয়ালী রায় কুণ্ডু
বি/এ, ৫/6, তালতলা, জোড়ামন্দির, বাগুইআটি, স্বাগতম ভিলা, কলকাতা – ৫৯
আজ গেছিলাম বই পাড়ায়। আকর্ষণ ছিল, পুরনো কিছু স্মৃতি রোমন্থনের ক্ষেত্র কলেজ স্ট্রিট কফি হাউস ।
কফি হাউসের যত সামনে যাচ্ছি ততই সুখানুভূতিতে মন ভরে যাচ্ছে । সিঁড়িতে পা রাখতেই স্মৃতিগুলি আঁকড়ে ধরল।
বিবর্ণ সিঁড়ি আর দেওয়াল যেন কত আপন ……….
চোখে পড়ল কফির কাপে চুমুক দেওয়া একদল তরুণ তরুণী।
স্বপ্নের আড্ডা ফিরে পেলাম সেই পুরনো বন্ধু গুলোর আলো-আঁধারির ঝাপসা মুখে, সময়ের নিয়মে নাম পরিচয় সব বদলে যায় ………
বিগত কয়েক বছর আগের সেই অনুভূতি গুলি জেগেছিল কিছু স্মৃতি রোমন্থনে অদ্ভুতভাবে। আজ ও একই জায়গা, সেই টেবিলের ঝড়, চেয়ার গুলির ব্যাস্ততা ……….।
সেই কলেজ জীবনের অবসর সময়ের আড্ডা আজও ভীষণ ভাবে মন কাড়ে, প্রতিটি মুহূর্ত উপলব্ধি করছিলাম একাকী। চুপিসারে বললাম আমি যে আছি, বছরের পর বছর, শুধু তোদের অপেক্ষায়…….
নতুন প্রজন্মের মুখ গুলিতে সেই পরিচিত মুখ গুলি খুঁজে পেলাম।
“কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই “
গানটির সার্থকতা আজও বয়ে চলে …….
আজও কফির পেয়ালায় প্রতিটি চুমুকে তুফান ওঠে তর্ক চলে, আড্ডা চলে,
সিগারেটের ধোঁয়া আর কফির চুমুক এক রোমাঞ্চকর পরিবেশ তৈরী করে …..।
বহু প্রেমের সাক্ষী এই কফি হাউস। সাজানো চেয়ার টেবিলের সাক্ষী ইতিহাস,
সময় বন্দী, আজও প্রতীক্ষায় । রয়ে গেছে কফি হাউস রয়ে গেছে চেয়ার টেবিল ।
শুধু জীবনে চলার পথে হারিয়ে গেছে অনেকেই, কালক্রমে আজও রয়ে গেছে কফি হাউস।
গুনগুন করে ভেসে উঠছিল মান্নাদের গাওয়া বিখ্যাত গান টি ….. “কফি হাউসের সেই আড্ডা টা আজ আর নেই “
অনেক কিছুর প্রশ্ন এই কফি হাউস আজও উওরের অপেক্ষায় ……. আড্ডা আছে কিন্তু সেই আড্ডা টা আর নেই ।।