ফেলে আসা জীবন
কলমে : জয়দীপ রায়চৌধুরী
ডিএ-২,সেক্টর-১,সল্টলেক, কলকাতা-৭০০০৬৪.ফোন:9831870238.
পথ চলতে চলতে
এগিয়ে যাওয়া
চলার আনন্দ
অজানাকে হাতছানি দেয়।
অনেক অচেনা
ধরা দেয়,
পথের টানে,
জীবন পথে
উন্মুক্ত হয় নবদিগন্ত।
মনের ভেতর
লুকোচুরি খেলা চলে
ফেলে আসা,
অতীত স্মৃতির মুকুল
বিকশিত হয়
ভালবাসার চয়নে,
পূর্ণিমার চাঁদের গায়ে
লেখা থাকে
সেই ফেলে আসা
জীবন কাহিনী।।