কাল টাকে আজ বানাও

✍️ – কলমে: রঞ্জন সরকার

বোলপুর শান্তিনিকেতন, বীরভূম

 

যখন শেষ গাছ টা কেটে ফেলা হবে

যখন শেষ অক্সিজেন টা শুষে নেব

যখন শেষ টাকার বান্ডিল টা হাতে পাবো

তখন কেনার কিছুই থাকবে না।

যখন শেষ বন্ধু টা জীবন থেকে চলে যাবে

যখন শেষ খাবার টা খেয়ে নেব

যখন শেষ হাসি টা থমকে যাবে

তখন শেষ দেখার জন্য কেউ থাকবে না।

যখন শেষ বালি হাঁস টা উড়ে যাবে

যখন গোধূলির শেষ আলো টা মিলিয়ে যাবে

যখন ফালি চাঁদ কে কালো মেঘ ঢেকে দেবে

যখন রক্ত চোষা বাদুরেরা দাপিয়ে বেড়াবে

তখন মুখ ঢেকে মৃর্তু কামনাই করতে হবে।

তাই আজ থেকে সচেতন হতে হবে

তাই আজ থেকে গাছ লাগাতে হবে

তাই আজ থেকে বন্ধু হতে হবে

তাই আজ থেকে কালো মেঘ সরাতে হবে

তাই আজ থেকে “কাল”বাদ দিতে হবে।

কাল টাকে আজ বানাতে হবে।।

Loading