তাপিত দুপুর
✍️ – কলমে: করুণা দেবনাথ
তাপিত দুপুরে চলি একা একা পথ
চারদিক রৌদ্রে ধু ধু থেমে যায় রথ।
ক্লান্ত শরীর জলের খুঁজে কাঁদে প্রাণ
ভুলে যাই জাত পাত ভুলি ঘৃণা মান।
কেহ বলে যতসব বেবিচারি দল
রাস্তার আশে পাশেই আছে শত কল।
কোলাহল চুল চেরা সুনসান ভূমি
পার্কের আশে পাশেই ঘুরিতেছে রুমি।।
অস্থির মনেতে প্রেম তুলফার চলে
কিছু কথা আগামীর সুধাবার ছলে।
দলে দলে লায়লারা মজনুর আশে
ভাবনার গল্প নিয়ে বসে মাঠ ঘাসে।।
অবুঝের মতো ভাব খোলসের ভার
চোখের পরখে নাচে খুলে মন দ্বার।
আশার সঞ্চার বুকে পাহাড়ের স্তুপ
অনাহূত ঝড়ে তারা হয়ে যায় চুপ।।