অমর্যাদা
কলমে -ছবি বর্মন
……………………..
হেলায় ঝরে হৃদয় খানি
খেলার ছলে -ই বাঁচা ,
খেলনা পাতির ছড়াছড়ি
খেলোয়াড় টাই কাঁচা ।
দিন কুড়োতে ফুরায় বেলা
নিশি আসে ধেয়ে ,
দুঃখ স্রোতের একই ধারা
অকাতরে যায় বেয়ে ।
যোগ্য জনের মূল্য যেথা
শূন্যতা-ই মাপে,
বিশ্বাসীদের অমর্যাদা হয়
সেথায় প্রথম ধাপে ।
দুঃখ মাখা হাসি টুকু
বেদন ভারে ক্লান্ত ,
অন্তরে বয় ঝোড়ো হাওয়া
বাহির পানে শান্ত ।