ব্যাথা

✍️ – মহামায়া রুদ্র

বালী , জেলা: হাওড়া

********

কথা বলতে বলতে কখন যে তুমি ,

আমার হৃদয়ে জায়গা করে নিলে আমি তেমন করে অনুভব ই করতে পারিনি ।

ধীরে ধীরে বুঝতে পারলাম

তোমাকে ছাড়া কোথায় যেন একটা শুন্যতা রয়ে যায়।

কথায় গল্পে দিনগুলো বেশ ভালোই কাটে।

তোমার শরীরটা খারাপ তাই আমার সবসময় চিন্তা ও হয়।

মনে হয় যদি তোমার ওষুধগুলো আমি নিজে হাতে খাওয়াতে পারতাম!

নিজের মনে অনেক শান্তি পেতাম।

মনের মধ্যে একটা তুমি তুমি ভাবনা যেন ছায়ার মত ঘিরে থাকে।

এই শান্ত স্নিগ্ধ রাত,

আকাশের এক ফালি চাঁদ,

এই তারা ভরা আকাশের দিকে তাকিয়ে দেখি চারিদিকে যেন একটা তুমি তুমি গন্ধ মেখে থাকে।

ক্লান্ত কাজের শেষে যখন অবসন্ন শরীর টাকে হালকা বিছানায় এলিয়ে দিয়ে আলতো চোখ বন্ধ করি , মনে হয় তুমি এসে আমার মাথায় সযত্নে হাত বুলিয়ে দিচ্ছ, আর অনাবিল আনন্দে ধীরে ধীরে ঘুম জুড়িয়ে আসে দুচোখ ভরে নীরবে -নিঃশব্দে।

জ্যোৎস্নার আলোয় যখন  জল ঝিকিমিকি করে, তখন তোমার অশরীরী উপস্থিতি আমার

মনটাকে এক অদ্ভুত  প্রেমের স্পর্শে দোলা দেয়।

বুঝতে পারি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু এই প্রেম তো পূর্ণতা পাবেনা কোনোদিন। জানি দূরের মানুষ দূরেই থাকবে চিরকাল।

মন যে মানতে চায় না এই বিচ্ছিন্ন প্রেম।

এ ব্যথা আমার চিরকালীন।

মিশে গেছে আমার জীবনের সাথে আজীবন কাল।

Loading