পর জনমে যেন পাই গো

কলমে – বিমল রাণা (কুরকুট)

গ্ৰাম-+পোস্ট–গোহাল ডাঙ্গা জেলা-পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড।

 

এ জনমে আমি হায়  পেলাম না তোমা।

পর জনমে মোদের হবে গো মিলন।

অপেক্ষায় রইবো গো বিদায় এখন।

পিছে পিছে এসো মোর প্রিয়া তসলিমা

কবরে থাকবো শুয়ে চোখে জল

জমা।

গাইবো প্রেমের গান  করবো স্মরণ।

গড়বো ওখানে মোরা সূখের ভুবন।

ভূলবো না কোনো দিন  করো তুমি ক্ষমা।

বুঝলো না কেউ তারা অন্তরের ভাষা।

মোদের মিলন তিথি মোদের প্রত্যাশা।

ভালো বেসে ছিলাম যে দুহাত বাড়িয়ে।

মনে পড়ে বার বার যাবার বেলায়।

দেখবে না কেউ আর  চলবে এড়িয়ে।

চাপা বেদনার সুর  আকাশে মিলায়।

Loading