নব আনন্দে
কলমে – বরুণ ব্যানার্জী
ব্যানার্জীপাড়া রোড, কলকাতা-৪১
চৈতির দহন শেষে , মঞ্জরী ভরিয়ে শাখে
বৈশাখ এলো আজ ,নবীনের পরশ নিয়ে |
ওরে তোরা শঙ্খ বাজা ,দুচোখ ভরে দেখরে তোরা
এসেছে নতুন বছর , লেগেছে খুশির হাওয়া |
পুরোনো কে বিদায় দিয়ে , নূতনের বাজনা বাজা
ভুলে যা সব অভিমান ,ভুলে যা দুঃখ জ্বালা ।
নূতনের পথ ধরে তুই ,শুরু কর নূতন চলা
মুছে নে চোখের জল পড়ে নে জয়ের মালা ।
পড়ে যা থাকলো পিছে ,না পাওয়ার ব্যথা গুলো
কেন আর ভাবিস মনে ,মনে কর ছিল মিছে |
আগামীর নিয়ে শপথ ,যাত্রা শুরু আজ প্রভাতে
ভেঙে দিয়ে সব প্রতিরোধ ,এগিয়ে চল লক্ষ্যপথে |