আঁখি

কলমে  – নীলিমা চ্যাটার্জী

বীরভূম, পশ্চিমবঙ্গ

 

ওই যে পাখি

নীল  আকাশে

উড়ে সারে সারে –

কবি বসে মনের কোণে

আঁকে মনের ভারে ।

নেই যে কোনো মানা –

যখন যেমন মনে করি

তেমনি তারে আঁকি-

দুপুর রোদে বটের গাছে

ঘু -ঘু পাখির আঁখি ।

ঘুঘুর আঁখি দুপুর ছবি

কল্পনাতেই জানা  ।

আলের পথে গোরুর গাড়ি

যাবে নিরুদ্দেশ…

গাড়ির ‘ পরে রাখাল বাঁশী

শুনতে বড়ো বেশ !

বেলা শেষে বুনো বক

যায় যে নিজের ঘর,

পথের ধুলোয় ঐ ছেলেটা

কাঁপছে থর থর ।

Loading