বিষাদ প্রতিমা

কলমে –  আনন্দময়ী চট্টোপাধ্যায়

গ্রাম + পোঃ বন রাধানগর, থানা-বিষ্ণুপুর, জেলা – বাঁকুড়া

জনক জননী নাম রেখেছিল গীতা,

গীতার মতোই পবিত্র,

শ্রেষ্ঠা সম সতী, সাবিত্রী, সীতা।

শৈশব কৈশোর যৌবন-

 প্রৌড়া ও বৃদ্ধা কালে-

জানিল না সুখ ও শান্তি কারে বলে।

স্বামী সন্তান-সন্ততি পরিজন পরিবার সুখ-

কোনকালে জুটে নাই,

সব সুখ ই হয়েছে বিমুখ।

ধৈর্য ধরে কর্তব্য কর্ম প্রতিদিন-

প্রতিজন তরে করে গেছে মোর মাতা-

নির্বিবাদে যত্ন সহকারে।

কোন কিছু চাহে নাই কারো কাছে,

নাই কোন আশা,

দিয়েছে আঁচল ভরে কিছু মাত্র না করে প্রত্যাশা।

মলিন হাসিমুখ খানি মনের মুকুরে-

ভেসে উঠে বারবার,

অশ্রু সংবরণ করতে না পারে দু নয়ন আমার।

চোখ বন্ধ করে যদি ভাবি মোর আরাধ্যা দেবীর-

মুখখানা ভেসে উঠে সেই –

মোর গর্ভধারিনীর।

বিষে বিষে জর্জরিত সে আমার বিষাদ প্রতিমা,

তুল্য তার নাই কোন কিছু-

অতুলনীয়া সে আমার মা।।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading