আমার নারী
কলমে ✍️: – সুশান্ত সাহা
ডাকবাংলা মোড়, বারাসাত
আলতো করে ছুই আয়
লাগে ভালো তোকে,
আকাস বাতাস হাসছে কেমন
দেখে আমাকে।
আঁকছি আমি খাতার পাতায়
সেই আদলের ছবি
তুই তো জানি সুপ্ত ঘ্রাণ
বলেও গেছেন রবী….
প্রেম ভালবাসা বড্ড হেয়ালি
ছোঁয়াই যায় না তাকে
সুরে সুরে বিশ্বভূবন
মুক্ত ছড়িয়ে ঢাকে।
বাসলে ভালো আকাস হাসে
হাতছানি দিয়ে ডাকে
তুই যদিও ভালবাসা সেই
পাই খুঁজেপাই মাকে….
আকাশ কুশুম স্বপ্ন আমার
ভাবছি একা বসে
রুপ দেব তা কেমন করে
একলা আমি শেষে?
হাত পেতে তাই ডাকছি আমি
ভালো বাসাই তোকে।
নরের পূর্ণতা নারীই দেয়
ত্রিভুবন ও দেশে
নীরব মুখে স্বপ্ন মাখা
দুঃখ ছেনে ছেনে,
ভালোবাসা ঢেউ সমুদ্রের
পায় না কেউ কিনে
ভাবনা নিয়ে সৎ সাহসের
যারাই থাকে ঘেষে
ভালোবাসা নদীর মতই সহজ সরল
ধরবে জড়িয়ে এসে।
দুর্গা তখন তুই আমারই
দশ ভুজা রুপে
হাতে হাত জুড়বি যখন
লোভ লিপসা মেপে…।
জুড়বে ঠিকই সংসার গুলো
নক্সিকাথায় ঢেকে
নারী মানে দুর্গা সবই
পুজবো চন্দন আর ধুপে।
মাথা নত তোমায় দেখে
পুরুষ কিইবা জানে
নারীই ধরে জঠরে নরকে
জীবন খুঁজে আনে।
নারী তুমি শুদ্ধ হও ছেরে
লোভ লিপসার গান
নারী তুমি জগত ধাত্রী
শিবের ও মহান।
প্রলয় ঝড়ের শব্দ তুমি
সুরেরও ঐকতান
ঘুমের খামে তুমি ই ভরো
ভোরের মিষ্টি আজান।
………………………………………………………………………………………………………………