সৌন্দর্যচর্চায় কোরিয়ান প্রসাধনীর ব্যবহার বেড়েছে কয়েক বছর হল। বলা চলে, যারা ত্বককে ভালো রাখতে চান এবং কোরিয়ানদের মত চকচকে ত্বক পেতে চান তারা কমবেশি ঝুঁকেছেন কোরিয়ান নানা প্রসাধনীর দিকে। এ বছর যারা একদমই প্রথমবারের মত কোরিয়ান ত্বক চর্চা রুটিন অনুসরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে। যেভাবে মূলত এ স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা সহজ হবে এমন কয়েকটি ধাপ সম্পর্কে জেনে নিন-
ডাবল ক্লিনজিং
প্রথমেই একটা অয়েল বেজড ক্লিনজার বা ত্বকে ব্যবহার উপযোগি কোন তেল দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে।
যাতে ত্বকে ব্যবহার করা প্রসাধনী, সানস্ক্রিন তুলে ফেলা যায়। এরপর একটা ওয়াটার বেজড ক্লিনজার দিয়ে ত্বক পুনরায় ধুয়ে ফেলতে হবে।
আর্দ্রতা ধরে রাখাই মুখ্য
ত্বক পরিষ্কার রাখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ত্বকের আর্দ্রতা ধরে রাখাও ভীষণ প্রয়োজন। অন্যথায় ত্বকের সৌন্দর্য ম্লান হতে পারে।
কোরিয়ান ত্বক চর্চার রুটিনে বেশ গুরুত্ব দেয়া হয়েছে আর্দ্রতা ধরে রাখা নানা পণ্যের উপর। যার মধ্যে রয়েছে ময়েশ্চারাইজার, টোনার, সিরাম, এসেন্স ইত্যাদি।
অন্তত একদিন শিট মাস্ক
কোরিয়ান সৌন্দর্যচর্চার রুটিনে শিট মাস্ক ব্যবহারের উপরও জোর দেয়া হয়েছে। এর কারণ হচ্ছে ত্বকের গভীর থেকে আর্দ্রতা ফিরিয়ে আনতে এ মাস্ক বেশ ভালোভাবে কাজ করে।
প্রতিদিন সানস্ক্রিন
যেকোন স্কিনকেয়ার রুটিনে সানস্ক্রিনের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়ে থাকে। এর পেছনের কারন হিসেবে রয়েছে সূর্যের অতিবেগুণী রশ্মি থেকে ত্বককে রক্ষা। যদি সানস্ক্রিন ব্যবহার না করা হয় তাহলে সৌন্দর্য ধরে রাখাই কঠিন। তাই কেবল রোদ মাখা দিনেই না বরং মেঘে ঢাকা দিনেও সানস্ক্রিন মাখার উপর গুরুত্ব দেয়া হয়েছে।
হালকা এক্সফোলিয়েশন
নিয়মিত কিন্তু মৃদু এক্সফোলিয়েশন ত্বক ভালো রাখতে ভীষণ কাজ করে।
এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে দ্রুত।
নতুন কিছু ব্যবহার
স্নেইল মিউসিন বা শামুকের লালা, প্রোপলিস, কিংবা গ্রিন টি এর ব্যবহার ত্বককে সুন্দর করে তোলে এ বিষয় কোরিয়ান স্কিনকেয়ার রুটিনই মূলত পরিচয় করিয়ে দিয়েছে সৌন্দর্যপ্রেমীদের কাছে। তাই ত্বক ভালো রাখতে হলে এবং কোরিয়ানদের মত মসৃণ ত্বক পেতে এ পণ্য ব্যবহার করতেই পারেন। বাজারে স্নেইল মিউসিন, প্রোপলিস, গ্রিন টি এর নির্যাস সমৃদ্ধ নানা কোরিয়ান প্রসাধনী পাওয়া যায়।
__________________________________________________________
__________________________________________________________
__________________________________________________________