“পিষে দেয় চাকা “
কলমে – মুজিবর রহমান মল্লিক
মন্ত্রী পিষে দেয় চাকা ছাত্রের দেহে,
ছাত্ররা হাজির ছাত্র সংসদে নির্বাচনের দাবী নিয়ে।
মন্ত্রী যন্ত্রী স্বমহিমায় থাকে কত মাতব্বর,
ছাত্ররা দাবী নিয়ে করে কলরব।
দাবী ওঠে কলেজ ক্যাম্পাস কিংবা রাস্তায়,
বার বার আঙ্গুল ওঠে শিক্ষা ব্যাবস্থায় ।
চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হয় কর্তৃপক্ষকে,
শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার বার বার বের হয় জনসমক্ষে।
রক্তস্নাত পথে এগিয়ে যায় ছাত্রসমাজ,
শাসকের নাইতো কোন লাজ।
ছাত্র সমাজকে চমকায় ফ্যাসিবাদ,
ছাত্ররা সর্বত্র করে প্রতিবাদ।
চারি দিকে জ্বলে ওঠে কলেজ ক্যাম্পাস,
শাসক প্রশাসক ও বহিরাগতদের দিয়ে করে সন্ত্রাস।
সেলাম ছাত্র সমাজ তোমরা প্রগতির পৃথিকৎ,
যুগে যুগে তোমরা দেখাও সৎ সাহস।
213 total views, 4 views today