শান্তি রায়চৌধুরী; বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে মন্তব্য করায় এবার অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল গেরুয়া শিবির। সোমবার অভিযোগ দায়ের করলেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে। অভিযোগ দায়ের করা হয়, কলকাতার উলটোডাঙা থানায়।
পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যের আন্তর্জাতিক সীমানা বাড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারই বিরোধিতায় সরব হন অপর্ণা। কলকাতা প্রেস ক্লাবে ২০২১ সালের ১৬ নভেম্বর তিনি এনিয়ে প্রশ্ন তোলেন। তারপরই অপর্ণার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ওঁরা চিরকালই দেশদ্রোহী। সবকিছুর বিরোধিতা করাই ওঁদের কাজ। বরাবরই হিন্দুত্বের বিরোধিতা করে এসেছেন।
অপর্ণা সেনের মন্তব্যের প্রায় দু’মাস পর এদিন কলকাতার উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে।
প্রসঙ্গত, আগেই অপর্ণাকে ক্ষমা চাওয়ার দাবি তোলে বিজেপি। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলেও অভিনেত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। মনে করা হচ্ছে, তার কোনও জবাব না মেলাতেই এই পদক্ষেপ।