শান্তি রায়চৌধুরী: দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের ২৪ ঘণ্টার মধ্যে ভারতের জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি।
ক্রিকেট বিশ্বে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন বিরাটের এই সরে দাঁড়ানোতে, জনপ্রিয় ধারাভাষ্যকার হারশা ভোগলে লিখেছেন, “সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেয়াটা আমার কাছে ভালো মনে হচ্ছিল, কিন্তু এবার আমি নিশ্চিত নই।
তবে আমাদের মেনে নিতে হবে এবং দারুণ এই খেলোয়াড়কে দারুণ ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরুর জন্য শুভকামনা জানাই।” ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন।
কোহলির অধিনায়কত্ব ছাড়ার কারণ নিয়ে ধোয়াঁশা ও প্রশ্ন থাকলেও বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান যে অধিনায়ক হিসেবেও সফল তা নিয়ে প্রশ্ন খুব কমই উঠেছে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইটারে লিখেছেন, “অধিনায়কত্ব এক না এক সময় শেষ হবেই। ভিরাট ভারতের জন্য দুর্দান্ত অবদান রেখেছেন, টেস্ট ক্রিকেটই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বার্তার জন্যও তাকে ধন্যবাদ।”
রঙ্গিন পোশাকে কোহলির অধিনায়কত্বের সফলতা নিয়ে প্রশ্ন থাকলেও, টেস্ট ফরম্যাটে ভারতকে বিশ্বের সেরা টেস্ট দলগুলোর একটা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কোহলি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তুমুল সফল এই ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটকে সবসময়ই বাড়তি গুরুত্ব দিয়েছেন, তার প্রমাণ পাওয়া যেত ম্যাচের আগে ও পরের সংবাদ সম্মেলনে।