শান্তি রায়চৌধুরী: ভারতে একটি অ্যাপে শতশত মুসলিম নারীকে অনুমতি ব্যতিত ছবিসহ তালিকাবদ্ধ করে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার প্রকাশিত এমন বিজ্ঞাপন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

দিল্লি পুলিশ বলছে, ইসমত আরা নামে এক সাংবাদিক মামলা দায়েরের পর তারা এ বিষয়ে তদন্ত করছেন। এ ছাড়া মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিব সেনার সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্ভেদী বলেন, এ বিষয়ে মুম্বাইতেও অনুসন্ধান শুরু হয়েছে।

একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানায়, ‘বুল্লি বাই’ অ্যাপের আপত্তিকর কনটেন্টের বিষয়ে মুম্বাই সাইবার পুলিশ তদন্ত শুরু করেছে।

অ্যাপটি অনেকটা ‘শালি ডিলস’-এর ক্লোনের মতো, যা গতবছর অবমাননাকর শব্দ ‘শালি’ ব্যবহার করে ‘ডিলস অব দ্য ডে’ বলে বিক্রির জন্য একটি ছবিসহ তালিকা প্রকাশ করেছিল।

যদিও সত্যিকার অর্থে এখানে নারীদের কেনাবেচা হয়নি। তবে ওই অ্যাপের উদ্দেশ্য ছিল হেয় করা, অপমান করা এবং হয়রানি করা।

একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেন, ‘বুল্লি বাই’ অ্যাপও শালি ডিলসের মতো কাজ করে। অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে মুসলিম নারীদের ছবি একের পর এক সামনে আসে।

মুসলিম নারীরা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে প্রতিবাদের মুখে অ্যাপটি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাব থেকে নামিয়ে ফেলা হয়েছে।

Loading