নিজস্ব প্রতিনিধি – দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন বছরের প্রথমদিন ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। অন্যদিকে, গতবারের মতো এবারও দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তশূন্যভাবেই হবে কল্পতরু উৎসব।
বছরের প্রথমদিন অনেকেই মন্দিরে পুজো দিয়ে শুরু করতে চান। কিন্তু বছর শেষে ফের করোনার দাপট বৃদ্ধি পাওয়ায় সতর্ক হচ্ছে মন্দির কর্তৃপক্ষগুলি। কালীঘাট মন্দিরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভক্তদের জন্য ১ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরোহিত, সেবাইতরা প্রবেশ করতে পারবেন। তবে নিত্যপুজো ও ভোগ আগের মতোই হবে।