নিজস্ব প্রতিনিধি – আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে পাকাপাপাকিভাবে শীত আসবে রাজ্যে।

আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কমবে। এছাড়াও সপ্তাহান্তে কুয়াশা সতর্কতা রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জেলাতেই শীতের আমেজ লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় রাতে পারদ দুই থেকে তিন ডিগ্রি নামবে।

হাওয়া অফিস জানিয়েছে, শীতের পথে এতদিন পশ্চিমী ঝঞ্ঝার যে বাঁধা ছিল, তা সরেছে। ফলে উত্তুরে হাওয়া বিনা বাঁধায় প্রবেশের পথও প্রশস্ত হয়েছে। তবে দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। এখনই হাড় কাঁপানো শীত পড়ছে না। তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

Loading