নিজস্ব প্রতিনিধি –  স্বামী বিপিন রাওয়াতের সঙ্গে চপার দুর্ঘটনায় মধুলিকা রাওয়াতের মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের জন্য অনাথ হলো আড়াইশো শিশু। ডিফেন্স ওয়াইভস অ্যাসোসিয়েশন-এর সভানেত্রী ছিলেন মধুলিকা। তিনি ও বিপিন রাওয়াত আড়াইশো অনাথ শিশুর একটি আশ্রম চালাতেন।

বুধবার সন্ধ্যায় রাওয়াত দম্পতির নিহত হওয়ার খবর আসার সঙ্গে সঙ্গে শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে রাজেন্দ্রনগরের এই আশ্রমে। মধুলিকা শুধু যে এই আশ্রম চালাতেন তা নয়, তিনি দুঃস্থ মেয়েদের সেলাই মেশিন, নিরাশ্রয় যুবকদের রিকশা কিনে দিয়েছিলেন।

সাতবন্ত সিং নামের এক রিকশাচালক বুধবার সন্ধ্যায় বলেছেন – দ্বিতীয়বার যেন মা-বাবাকে হারিয়ে অনাথ হলাম। বিপিন রাওয়াতের বাবাও সেনা অফিসার ছিলেন। উত্তরাখণ্ডের গেরওয়াল এর বাসিন্দা বিপিন মেধাবী ছাত্র ছিলেন।

ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে ডিগ্রি নেন। আমেরিকা থেকে নেন উচ্চপাঠ। বাবার বাহিনীতেই প্রথম কমিশনড অফিসার হন তিনি। সেখান থেকে ধাপে ধাপে সেনা সর্বাধিনায়ক। আপোষহীন, অনমনীয় কিন্তু সহৃদয় – সহকর্মীদের কাছে এভাবেই পরিচিত ছিলেন তিনি।

তার দগ্ধ, বিকৃত দেহটি যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন উদ্ধারকারীদের তিনি অস্ফুটস্বরে বলেছিলেন – জলদি কর, মুঝে জিন্দেগী চাহিয়ে…

Loading