নিজস্ব প্রতিনিধি –  চলতি বছরের চেয়ে ১৭% বেশি অর্থাৎ ২৭৪ মিলিয়ন (২৭ কোটি ৪০ লাখ) মানুষ কঠিন সংকটে পড়বে সামনের বছর। এদের খাদ্য-সংকটসহ দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ১৮ কোটি ৩০ লাখ (১৮৩ মিলিয়ন) মানুষের অবস্থা হবে খুবই সঙ্গীন। এদের বাঁচানোর জন্যেই প্রয়োজন ৪১ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত মূখ্য কর্মকর্তা মারটিন গ্রিফিট্স বিশ্বের গরিবের চেয়েও গরিব মানুষদের হাল-হকিকত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় সম্পর্কে বার্ষিক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উপস্থাপন করেন।

জলবায়ু পরিবর্তনের ধাক্কা, পরিবেশ দুষণ, দাঙ্গা-হাঙ্গামা, প্রাকৃতিক দুর্যোগে প্রতিদিনই বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করা হয়েছে। ভিটে-মাটি হারিয়ে ভাসমান জনতার তালিকাও বাড়ছে ক্রমান্বয়ে। ৬৩ দেশেই এমন কঠিন সংকটে পড়া মানুষের সংখ্যা বেশি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বার্মা, আফগানিস্তান, ইথিয়োপিয়ার মত পরিস্থিতি মানবতাকে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে বলে উল্লেখ করেছেন গ্রিফিটস। এর সাথে যুক্ত হয়েছে করোনা মহামারি।

সহসা তা দূর হবে বলেও মনে করছেন না চিকিৎসা-বিজ্ঞানীরা। কারণ, গরিব দেশের সিংহভাগ মানুষই টিকা নিতে সক্ষম হচ্ছে না।

Loading