নিজস্ব প্রতিনিধি – ভারতে আন্দোলনরত কৃষকনেতারা প্রস্তাবিত সংসদ অভিযান স্থগিত করেছেন। শনিবার সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শুরু হচ্ছে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন। কৃষকনেতারা ঠিক করেছিলেন, তাঁদের দাবির সমর্থনে প্রথম দিনেই দিল্লির তিন সীমান্ত থেকে সংসদ অভিমুখে যাত্রা করবেন তাঁরা। শনিবার মোর্চার বৈঠকের পর এ কথা জানান অন্যতম কৃষকনেতা দর্শন পাল সিং।
সংসদীয় অধিবেশনের প্রথম দিনেই তিন বিতর্কিত কৃষি আইন রদের বিল উত্থাপন হওয়ার কথা। সেই কারণে শাসক দল বিজেপি সব দলীয় সাংসদকে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দর্শন পাল সিং বলেন, শোনা যাচ্ছে ওই দিনই আইন রদ করা হবে। এ কারণে সংসদ অভিযান স্থগিত রাখা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। তাতে আমাদের সব দাবিদাওয়া পূরণের কথা বলেছি। আমরা ৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। দেখব প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো নিয়ে কী বলেন। তারপর মোর্চা তার পরবর্তী কর্মসূচির কথা জানাবে।’