নিজস্ব প্রতিনিধি – নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন দ্রুত বদলে দিচ্ছে দুনিয়া। যা একসময় কল্পনাতেই ছিল না, তা এখন মানুষের হাতের মুঠোয়। আর প্রযুক্তিগত উন্নয়নে বেশ এগিয়ে টেক জায়ান্ট গুগল। এবার নিজেদের অ্যাপ ‘লুক টু স্পিক’–এ আরও ১৭টি ভাষা যোগ করেছে গুগল। এসবের মধ্যে বাংলাও আছে। যোগাযোগ করতে পারেন, সেটি ভেবেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।
লুক টু স্পিকে আগে থেকেই বাক্য বা শব্দ লেখা থাকে এবং তা জমা হয়ে থাকে। ব্যবহারকারী শুধু দৃষ্টি ওপর-নিচ বা ডান-বাঁ করার মাধ্যমে সহজেই বাক্য নির্বাচন করতে পারে। চাইলে এর অন্যান্য অপশনে গিয়ে নিজের পছন্দমতো বাক্য বা শব্দ লিখে রাখাও যায়, যা পরে ব্যবহার করার সুযোগ আছে। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যায়।
এবার বাংলা ভাষাভাষীরাও ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। কারণ নতুন করে যোগ করা ১৭টি ভাষার মধ্যে বাংলাও আছে। বাকি ১৬টি ভাষা হচ্ছে আরবি, জার্মান, স্প্যানিশ (স্পেন), স্প্যানিশ (লাটআম), ফরাসি, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, কোরীয়, মারাঠি, পর্তুগিজ, তামিল, তেলেগু, উর্দু ও ভিয়েতনামিজ। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।