নিজস্ব প্রতিনিধি – চীনে ৪৩ বছর পর জন্মহার সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছর চীনে প্রতি হাজারে আট দশমিক আট জন শিশু জন্ম নিয়েছে। এর আগে কয়েক দশকে এ হার ১০ এর ওপর ছিল।
সাপ্তাহিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বনিম্ন অর্থাৎ এক দশমিক ৪৫ শতাংশ।