নিজস্ব প্রতিনিধি – ভ্রমণকারীদের জন্য অন্তত আরো পাঁচমাস নিষেধাজ্ঞা বহাল রাখবে নিউজিল্যান্ড। বিদেশী নাগরিকদের নিউজিল্যান্ড সফরে আসতে এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির করোনা মোকাবিলার দায়িত্বে থাকা মন্ত্রী ক্রিস হিপকিন্স।
বুধবার (২৪ নভেম্বর) হিপকিন্স বলেন, করোনা নিষেধাজ্ঞা শিথিলে দেশটি ধীর গতিতে এগুতে চাচ্ছে। অষ্ট্রেলিয়ায় আটকে পড়া লোকজন মধ্য জানুয়ারি নাগাদ দেশে ফিরতে পারবে। নিউজিল্যান্ডের অনেকেই ক্রিসমাসের জন্য সীমান্ত খুলে দেয়ার পক্ষে। কিন্তু এটি বাস্তবসম্মত প্রত্যাশা নয়।
গত বছরের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। আর্ন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দু’সপ্তাহের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে। এখন এ সময় কমিয়ে সাত দিনে নামিয়ে আনা হয়েছে।
৩০ এপ্রিলের আগে ভ্রমণের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ও অষ্ট্রেলিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে। তবে এর কোন নিশ্চয়তা নেই বলে জানান দেশটির করোনা মোকাবিলার দায়িত্বে থাকা মন্ত্রী ক্রিস হিপকিন্স।
78 total views, 2 views today