শান্তি রায়চৌধুরী :  আইএসএল-এর প্রথম ম্যাচেই উজ্জল মোহনবাগান। কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে উড়িয়ে দিল গতবারের রানার্স। এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল হুগো বুমোসের। একটি করে গোল রয় কৃষ্ণ ও লিস্টন কোলাসোর। কেরলের হয়ে গোল করেন সাহাল আবদুল সামাদ ও জর্জ পেরেইরা দিয়াজ।

ম্যাচের শুরুতেই ২ মিনিটেই প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমোস। ২৪ মিনিটে কেরলের হয়ে সেই গোল শোধ করে দেন সাহাল আবদুল সামাদ। তারপর এই ম্যাচের আধিপত্য বিস্তার করে মোহনবাগান।আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি কেরালা ব্লাস্টার্স কে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বুমোস। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল সবুজ-মেরুনের পক্ষে ৩-১।

দ্বিতীয়ার্ধেও বাগানের আধিপত্য বজায় থাকে। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ৬৯ মিনিটে কেরলের হয়ে ব্যবধান কমান জর্জ পেরেইরা দিয়াজ। এরপর আর কোনও গোল হয়নি। ফলে সহজ জয় পায় বাগান।

 64 total views,  4 views today