নিজস্ব প্রতিনিধি – রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে, এমন অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অধিকাংশেরই মত, কৃষকদের কারণেই বায়ুদূষণ হচ্ছে। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

 সুপ্রিম কোর্ট বলেছেন, দিল্লি সরকারকে খড় পোড়ানোর বিরুদ্ধে কৃষকদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে এটাও বলেছেন যে, তারা কৃষকদের বিরুদ্ধে কোনো আদেশ দেবে না।

প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ‘আমরা কৃষকদের শাস্তি দিতে চাই না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি, তারা যেন কৃষকদেরকে অন্তত এক সপ্তাহের জন্য খড় পোড়ানো বন্ধ রাখতে বলে।’ এ সময় টেলিভিশনসহ বিভিন্ন স্থানে চলা একে অপরের দোষারোপের বিষয়ে কথা বলেন তিনি। বলেন, ‘টেলিভিশনে বিতর্ক আরও দূষণ ছড়াচ্ছে। এখানে প্রত্যেকের নিজস্ব এজেন্ডা রয়েছে। আমরা চেষ্টা করছি এর সমাধান বের করতে।’

সুপ্রিম কোর্টের এই বিচারপতি বলেন, ‘কৃষকদের দুর্দশার কথা আমাদের ভাবতে হবে। কী কারণে তারা খড় পোড়াতে বাধ্য হয়? কেউই এ ব্যাপারে কথা বলছে না। দিল্লির পাঁচ তারকা হোটেলে ঘুমানো লোকেরাই কৃষকদের সমালোচনা করছে। তাদের (কৃষক) ছোট জমির দিকে তাকান। আপনি যে সব মেশিনের কথা বলছেন সেগুলো কী তাদের কেনার মতো সামর্থ্য আছে?’

Loading