নিজস্ব প্রতিনিধি – দেশে মার্কিন ডলারের উচ্চ মূল্যে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে- খোলাবাজার বা কাব মার্কেটে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন ৯০ টাকা ২০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে- গতকাল প্রতি ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। যদিও সংকট সামাল দিতে প্রতিদিনই ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, আন্তব্যাংক মুদ্রাবাজারে দাম বৃদ্ধির প্রভাবে খোলাবাজারে চড়েছে ডলারের দাম।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় স্থির ছিল ডলারের দর। গত ৫ আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করে।