শান্তি রায়চৌধুরী: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চক্রে বেশ কিছু বৈশ্বিক ইভেন্টের স্বাগতিক হবে বাংলাদেশ। যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ।

সম্প্রতি আইসিসির সভাতে ২০২৪ থেকে ২০৩১ সালের বিশ্ব ইভেন্ট বণ্টন নিয়ে পর্যালোচনা করা হয়। যেখানে এই আট বছর স্লটে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট রেখেছে আইসিসি। সভাশেষে আজ এই ৮ ইভেন্টের আয়োজক দেশের নাম প্রকাশ করেছে আইসিসি।

 এবার বৈশ্বিক ইভেন্টগুলো বণ্টন করা হচ্ছে মনোনয়নের ভিত্তিতে। তিন ধাপে আয়োজক দেশের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ইভেন্ট আয়োজনে আগ্রহ দেখাতে প্রস্তাবনা চাওয়া হয়েছিল। এ সময় ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট পেতে ১৭টি দেশ আগ্রহ দেখিয়েছিল।

 320 total views,  6 views today