আজকের (১৪ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

সফল ব্যবসায়ী হবার টোটকা

(২য় পর্ব)

(৬) সোনার বা রূপার ধাতুতে ধনদা লক্ষ্মীযন্ত্রম প্রস্তুত করে মহালয় হতে ধনদা লক্ষ্মী মন্ত্রে কোজাগরী লক্ষ্মীপূজার আগের দিন পর্যন্ত ৩০১ বার মন্ত্র জপে পুরশ্চরণ করে লক্ষ্মী পূজার দিন সন্ধ্যায় পূজা করে যজ্ঞানুষ্ঠান সম্পূর্ণ করে ক্যাস বাক্সে বা আলমারিতে রাখুন। নিত্য তাকে মাঙ্গলিক ধুনা দেখান এবং ধনদা লক্ষ্মীর বীজমন্ত্র জপ করুন। (৭) প্রতিদিন প্রাতে স্নানাদি সমাপন করে ধূপ, দীপ জ্বালিয়ে নিম্নলিখিত মন্ত্র ১০৮ বার করে ৩ মাস জপ করলে সর্ব বিঘ্ন নাশ হয় ব্যবসায় উন্নতি হয় – মন্ত্র-‘‘ওঁ সর্ব্ববাধা প্রশমনং ত্রৈলোক্য স্যাখিলেশ্বরী, এবমেব ত্বয়া কার্য্যস্মদবৈরী বিনাশানম।’’ (৮) পূির্ণমা, অমাবস্যা, বৃহস্পতিবার, মঙ্গলবার ও শনিবার এই দিনগুলির মধ্যে যেকোনো একটি দিনে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের ঝরে যাওয়া টাটকা পাতা জোগাড় করে তার মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কণ করে ওই পাতার মধ্যে একটুকরো সোনা, এক টুকরো রূপা, একটি লক্ষ্মীকড়ি কিছু ধান, একটি কাঁচা হলুদ, একটি তামার পাত্র নিয়ে পূজা আরতি করতে হবে। তারপর ওই ওশ্বত্থ পাতা সহ সবকটি দ্রব্য লাল কাপড়ে মুড়িয়ে আপনার ইষ্টদেবীর স্থানে রেখে দেবেন। প্রত্যেক দিন অন্য ঠাকুরের সঙ্গে তাকে পূজা করবেন এবং আরতি করবেন।

(…. এরপর পর আগামী সংখ্যায়)

রোগ মুক্তির টোটকা

কামোত্তেজনা, মুত্রকৃচ্ছতায় এবং আক্রান্ত ভ্রম রোগে

শসা ব্যবহারে তাদের উপশম হয়।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন

আচার্য্য শিবু শাস্ত্রী

9830292174 / 6291252790  

Loading