নিজস্ব প্রতিনিধি – জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের পুজো। গত বছর করোনার জন্য ব্যাঘাত ঘটেছে চন্দননগরের পুজোর। আগের বছর থেকেই কিছুটা রাশ টানা হলেও এবছরের ক্ষেত্রে নদীয়া ও হুগলি প্রশাসন জগদ্ধাত্রী পুজোর জন্য কিছু বিশেষ ব্যবস্থা ঘোষণা করেছেন। করোনার প্রকোপ বাড়ার জন্য রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মানুষের যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ ছিল। তবে আগামী ১২ ও ১৩ তারিখে রাতের বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুজোর পর করোনার ঊর্ধ্বমুখী হওয়ার জন্য চিন্তায় ফেলেছে সরকারকে। তাই
কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় নজরদারি চালাতে ওয়াচ টাওয়ার, হিডেন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে ও নজরদারি চালানো হবে।
138 total views, 2 views today