আজকের (১১ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

গৃহে সুখ বাড়ানোর টোটকা

(২য় পর্ব)

(১১) কাশীর অন্নপূর্ণা মন্দির থেকে কিছু চাল এনে রান্নার চালের সঙ্গে মিশিয়ে রাখবেন। ফুরোবার আগে আবার এনে মিশিয়ে দেবেন। (১২) বছরে একবার সপরিবারে মনোরম স্থানে ভ্রমণ করুন (১৩) পিতা-মাতাকে বছরে একবর তীর্থ ভ্রমণ করান (১৪)সুসময় আর অসময় আসবেই এই বিষয় নিয়ে পতি-পত্নী সর্বদা আলোচনা করবেন। কোনো কিছু উভয়ের মধ্যে গোপন করবেন না। (১৫) ওজন বুঝে ভোজন করুন, ধার করে ঘী খাওয়া উচিত নয় (১৬) আধুনিকতা ভালো, কিন্তু অত্যাধুনিকতা ভালো নয়। (১৭) বিবাহিত ম-বোনেরা ভেষজ সিঁদুর ব্যবহার করুন (১৮) বিবাহিত মা-বোনেরা শাঁখা সঙ্গে ১২ থেকে ১৪ রতি রক্তপ্রবাল ধারণ করুন। এটিকে সেকালের কুসংস্কার বলে সরিয়ে রাখবেন না। এতে চঞ্চলা নারী শান্ত হয়। কিছু মেয়েলী রোগের উপশম হয় । মাঙ্গলিক দোষ অনেকগুলি রোধ হয় (১৯) কখনো ক্রোধের বশিভূত হবেন না (২০) কখোনো তৃতীয় ব্যক্তিকে মনেতে স্থান দেবেন না।

(এরপর আগামী কাল)

রোগ মুক্তির টোটকা

পিত্তের জ্বালায় যার গা-হাত-পা জ্বলে

পানিফল বোঁটা মেখে স্নান কর বৈদ্য গ্রন্থ বলে।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন

আচার্য্য শিবু শাস্ত্রী

9830292174 / 6291252790  

Loading