নিজস্ব প্রতিনিধি – শীতের আমেজ রাজ্যে এসে গেছে। সকাল সন্ধ্যা রাত্রিতে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে বেলার দিকে কিছুটা বাড়ছে তাপমাত্রা। সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কয়েক ডিগ্রি কম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।  সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া আরামদায়ক থাকবে। উত্তরবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাতাসে শীতের আমেজ থাকলেও এখনও পুরোপুরি শীত পড়তে বেশ কিছুটা সময় লাগবে।

Loading