নিজস্ব প্রতিনিধি – চার বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা।ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নেয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’ চারটি কেন্দ্রে তৃণমূল ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছে। গতবার ফলাফল ছিল ২-২, এবার ফলাফল হল ৪-০। গতবার দিনহাটা ও শান্তিপুরে বিজয়ী হয়েছিল বিজেপি। ৩টিতে জামানত জব্দ হয়েছে। বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা খড়দায় জয়ী তৃণমূল প্রার্থীরা কে কত ভোটে জিতলেন-
**দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ
**খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়।
**গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল।
শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী।
92 total views, 2 views today