নিজস্ব প্রতিনিধি –  **প্রবল বৃষ্টিতে  শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। বলা যেতে পারে বিপর্যস্ত পাহাড়। রবিবার রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। আর এর ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ।

**লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বুধবারের পর বৃহস্পতিবার। আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। নতুন রেকর্ড জ্বালানির মূল্যে, কলকাতায় ১০৭ টাকা ছাড়াল পেট্রোল, ৩৪ পয়সা বেড়ে হল

১০৭ টাকা ১১ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১২ টাকা ৪৪ পয়সা। ১০০ পার করে ডিজেলের দাম হয়েছে ১০৩ টাকা ২৬ পয়সা।

Loading