নিজস্ব প্রতিনিধি – অতি ভারী বৃষ্টির জেরে কেরলের কোট্টায়াম এবং ইদ্দুকি জেলায় ভূমি ধ্বসে। এখনও পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কেরলের বেশ কিছু নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে। কোট্টায়াম এবং ইদ্দুকি জেলায় একটি নদী প্লাবিত হয়ে বেশ কয়েকটি গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে নদী এবং উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনীর একটি দল কোট্টায়ামের উদ্দেশে রওনা হয়েছে। বিপর্যয় এর আগে কেরলের পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর।