নিজস্ব প্রতিনিধি – ৭৯ তম জন্মদিনে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে গ্যাংস্টার বলে সম্বোধন করলেন আরেক নায়ক রণবীর সিং। বলিউড শাহেনশাহ তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টাইলিস্ট ছবি শেয়ার করে তাতে লিখেছেন ‘৮০ পথে হাঁটছি’। সোমবার তার ৭৯তম জন্মদিন উপলক্ষ্যে এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। আর তার এই ছবিতে বলিউড অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন মন্তব্য করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন। তবে এসব মন্তব্যের মধ্যে বিশেষভাবে নজরে এসেছে রণবীর সিংয়ের মন্তব্যটি। এছাড়া অন্যদের মধ্যে অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন ও নাতনি নভ্যাও সেখানে মন্তব্য করেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে বিগ বি কালো প্যান্টের সঙ্গে ধূসর রঙের জ্যাকেট পরেছেন। আর এর সঙ্গে স্নিকার্স জুতা পরা লুকে তাকে আরও স্টাইলিস্ট দেখাচ্ছিল। ছবিটির নিচে ১১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। আর মন্তব্য করেছেন ২১ হাজার ৬০০ ইনস্টাগ্রাম ব্যবহারকারী। তাদের মন্তব্যের মধ্যে রণবীর সিংয়ের মন্তব্যটি সবার নজরে এসেছে।