শান্তি রায়চৌধুরী : ভারতের প্রাক্তন  জনপ্রিয় ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো (এল) এবং সিনিয়র বক্সিং অফিসার লেনি দা গামা রাজনীতিতে এলেন এবং তা তৃণমূলের হাত ধরেই। এই দুই আলোচিত খেলোয়াড় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্বে মুগ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার এই দুই ক্রীড়া ব্যক্তিত্ব। গোয়ার প্রাক্তন ফুটবলার ফ্রাঙ্কো আগামী দিনে রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়তে আগ্রহী। অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসের খেলাধুলার প্রতি সমর্থন না থাকায় হতাশ হয়েই সবুজ শিবিরে পা বাড়িয়েছেন লামা।  তিনি বলেন, ‘খেলাধুলা নিয়ে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। সময় এসেছে ভিন্ন কিছু করার’।

৬৭ বছরের গামা ছিলেন একজন নামি বক্সিং খেলোয়াড়। পরবর্তীকালে  হয়েছেন

বক্সিং কর্মকর্তা। যার রেফারি এবং বিচারক হিসেবেও কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের দায়িত্ব পালন করেছেন এবং টোকিও অলিম্পিক ২০২০ -তে সাতটি আন্তর্জাতিক বক্সিং প্রযুক্তিগত কর্মকর্তাদের মধ্যে তিনি একমাত্র ভারতীয় ছিলেন।

প্রসঙ্গত, গোয়ায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে তৎপর তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ মোট ১০ জন  তৃণমূলে যোগদান করেছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি সাংবাদিক সম্মেলনে সুব্রত মুখার্জী এবং সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তারা।

Loading