পুটিয়ারি ক্লাব:
পুটিয়ারি ক্লাবের পুজো এবছর পদার্পণ করল ৭৪ তম বছরে। তাদের এবছরের থিমের নাম ‘অগ্রজ’।
মণ্ডপজুড়ে ফুটে উঠছে প্রাচীনকালের সমাজব্যবস্থা। যে ধরনের ঘরবাড়িতে তাঁরা থাকতেন সেভাবেই সেজে উঠছে মণ্ডপ। প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হচ্ছে প্রতিমা ও তাঁর চালচিত্র।
যাদবপুর শ্যামপল্লি দুর্গোৎসব:
যাদবপুরের শ্যামপল্লি শ্যামাসঙ্ঘ এবার ৪২তম বছরে পা দিল। বেশ কয়েকবছর ধরে থিমের আঙিনায় তারা ভালো করে আসছে। এবছর তাদের থিম ‘ভাঙন’। কী সেই ভাঙন? সেই কথাই বলবে শ্যামপল্লি শ্যামাসঙ্ঘ।
চালতাবাগান সার্বজনীন:
পুজোর আনন্দ সবচেয়ে বেশি ছোটদের। কিন্তু সব শিশু কি সমানভাবে এই আনন্দ উপভোগ করতে পারে? বিশেষ করে এই কোভিড আবহে পথশিশুরা কেমনভাবে কাটাচ্ছে পুজো? সেই কথাই নিজেদের পুজোতে বলবে চালতাবাগান সর্বজনীন, আনন্দ ভাগ করে নেবে সেই পথশিশুদের সঙ্গে। থিমের নাম ‘ইচ্ছেপূরণ’।
খিদিরপুর পল্লী শারদীয়া:
এবারে ৮০ বছরে পড়েছে খিদিরপুর পল্লী শারদীয়া। থিমের নাম দেওয়া হয়েছে অভিযোজনা। থিমের ভাবনা শিল্পী রাজু সরকারের। জানানো হয়েছে, পরিবেশবিদরা সতর্ক করেছেন সমুদ্রের জল স্তর বাড়ছে। এভাবে চললে কিছু বছর পর কলকাতা নিচু জায়গা গুলো জলে ডুবে যাবে। খিদিরপুর ও কলকাতার নিচু অঞ্চল গুলির মধ্যে একটি। বারবার বন্যার জল ঢুকলে কেমন হতে পারে মানুষের বসতি। সিটি এই মণ্ডপে তুলে ধরা হবে।