নিজস্ব প্রতিনিধি – প্রচুর দর্শক টানতে এবং বিপুল ভিউ পেতে পর্ন ইন্ডাস্ট্রি নানা অভিনবত্ব আনার চেষ্টা করে। তবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে যেতে এবার এক পর্ন সংস্থা যে কাজ করতে চলেছে, তা জেনে হতবাক হবেন। কোনো চিরাচরিত শুটিং সেট নয়, এবার পর্ন ছবির শ্যুটিং করতে তারা যাচ্ছে মহাকাশে! আর এর জন্য ইলন মাস্কের স্পেস এক্স রকেটের সাহায্য নেওয়া হবে বলে সংস্থা সূত্রে খবর। সংস্থার দাবি, পর্ন ছবিকে  নতুন উচ্চতায় নিয়ে যেতেই এই পদক্ষেপ তাদের। আর সেই কারণেই শুটিংয়ের জন্য মহাকাশকে বেছে নিয়েছে তারা।

Loading