শান্তি রায়চৌধুরী:  ফুটবল কিংবদন্তি পেলে ৬ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও তিনি কি সমস্যায় ভুগছেন তা প্রকাশ করা হয়নি। তবে ৮০ বছর বয়সী তারকার সমস্যা ‘গুরুতর কিছু নয়’ বলে জানিয়েছেন তার এক মুখপাত্র। দ্য গ্লোবো নিউজের খবর, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে যান পেলে। ব্রাজিল কিংবদন্তির বিজনেস ম্যানেজার জো ফ্রাগা বলেছেন, উদ্বেগের কোনো কারণ ছিল না। কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যান তিনি। পেলে সবকিছু একদিনে করেন না। ক’দিন আগে পেলে নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে হাসপাতালে যাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি গুরুতর অসুস্থ বলে খবর ছড়ালে ইনস্টাগ্রাম পোস্ট করেন। পেলে লিখেছৈ, বন্ধুরা, আমি জ্ঞান হারাইনি, আমি খুব ভালো আছি। রুটিন পরীক্ষার জন্য (হাসপাতাল) গিয়েছি, মহামারির কারণে আগে যা সম্ভব হয়নি। তিন বারের বিশ্বকাপজয়ী কিছুটা রসিকতাও করেছিলেন, তাদের জানিয়ে দিন, আগামী রবিবার আমি খেলব না।

Loading