ভারতীয় ফুটবলের মাথায় কি বসতে চলেছেন বাংলার সুব্রত দত্ত একটি চিঠি ঘিরে এই জল্পনা শুরু হয়েছে যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রফুল্ল প্যাটেল কে সম্মানজনক বিদায় জানিয়ে সুব্রত কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি করা হতে পারে সুব্রত এ নিয়ে কোনো মন্তব্য করেননি তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি ফোন ধরেননি যে চিঠি ঘিরে এই জল্পনা সেটির পেরক দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী প্রভাকরণ তিনি চিঠি দিয়েছেন সব রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থাকে সেই চিঠিতে বর্তমান ফেডারেশন এর সভাপতি প্রশংসা করে রাজ্য সংস্থাগুলিকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে যেন সারা জীবনের স্বীকৃতি জানিয়ে সম্মান দেওয়া হয় যে সম্মান এর নাম ভারতীয় ফুটবল রচনা দেশের কোন ফুটবল প্রশাসকের কাছে সর্বোচ্চ সম্মান ওই চিঠিতে আরও প্রস্তাব করা হয়েছে যে ওই সম্মান প্রদান অনুষ্ঠানে যেন ফেডারেশনে বর্তমান সহ-সভাপতি সুব্রতের নেতৃত্বে হয় তাকে যেন ওই সংক্রান্ত কমিটির চেয়ারম্যান করা হয় দেশের ফুটবল রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মনে করছেন আপাতদৃষ্টিতে নিরীহদর্শন হলেও প্রফুল্ল কে নিয়ে এই উদ্যোগের অন্য তাৎপর্য আছে তারা মনে করছেন কাউকে সারা জীবনের সম্মান দেওয়ার মধ্য দিয়ে সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তিকে বার্তা দেওয়া হয় যে এবার তার সময় শেষ হয়েছে নতুন করে তার আর কিছু দেওয়ার নেই এক্ষেত্রেও যেভাবে প্রফুল্ল কে বার্তা বা ইঙ্গিত দেওয়া হয়েছে তখন সভাপতির পদে বুঝবেন অধুনা সহ-সভাপতি বাংলা সুব্রত সুব্রত এখন বাংলার ফুটবল সংস্থা ও চেয়ারম্যান চেয়ারম্যান করে পুরস্কার প্রদানের কমিটিতে বিভিন্ন সংস্থা থেকে ছয় জনের নাম প্রস্তাব করার অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে লিখেছে সভাপতি হিসাবে আমরা ভাগ্যবান ওর জন্যই ভারতীয় ফুটবলের উন্নতি হয়েছে ফেডারেশন আর্থিক দিক দিয়ে সুরক্ষিত হয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি সব রাজ্য সংস্থাগুলির একসঙ্গে এগিয়ে এসে ওকে পুরস্কৃত করা উচিত ভারতীয় ফুটবল রত্ন নামে একটি পুরস্কার চালু করা হোক যা ভবিষ্যতে দেশের সেরা ফুটবল মিয়া প্রশাসককে নিয়ম করে দেওয়া হবে যত দ্রুত সম্ভব একটি অনুষ্ঠান আয়োজন করে ওকে পুরস্কৃত করা হোক ফুটবল রাজনীতির জগতের একাংশ মনে পড়ছে এর মধ্যে ভূমিকা থাকলেও থাকতে পারে কারণ প্রফুল্ল বিদায় নিলে সহ-সভাপতি হিসেবে তাঁর নামটাই সভাপতির দৌড়ে এগিয়ে যাবে

Loading