শান্তি রায়চৌধুরী: কলকাতা লিগের দ্বিতীয় দফার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইএফএ।  ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের ঝামেলা না মেটার জন্য আবার  ইস্টবেঙ্গলের খেলা পিছিয়ে দেয়া হলো। প্রথম সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের মাঠে নামার কথা ছিল ২৪ আগস্ট। কিন্তু এখনও ইনভেস্টরের দেওয়া টার্মশিটে সই না হওয়ার জন্য দল গঠন করা যায়নি ইস্টবেঙ্গলের। এই পরিস্থিতিতে তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে ৩১ আগস্ট, প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। তবে  ইস্টবেঙ্গলের তরফে চিঠি দিয়ে সময় চাওয়ার পরই আইএফএ সূচি বদল করেছে। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, লিগের আগে ক্লাবগুলির সঙ্গে সভায় তিন প্রধানের সুবিধা মতো সূচি বদলের বিষয়ে আলোচনা হয়েছে। এটা সত্যি যে তিন প্রধানের সঙ্গে স্পন্সরশিপ সহ বিভিন্ন বিষয় জড়িয়ে। তাই কেউই আপত্তি করেনি।  ইস্টবেঙ্গলের তরফে একটি চিঠি পেয়েছি। সেই মতো ওদের সূচিতে পরিবর্তন করা হয়েছে। ৩১ আগস্টের পর ৩ সেপ্টেম্বর কল্যাণীতেই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ বাহিনী। এদিকে ২৯ আগস্ট জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। ৪ সেপ্টেম্বর মোহনবাগান খেলবে খিদিরপুরের বিরুদ্ধেও। এই মুহূর্তে এএফসি কাপে খেলতে ব্যস্ত মোহনবাগান। টুর্নামেন্ট শেষে দেশে ফিরলেও সবুজ মেরুনকে  ৮ জন ফুটবলার ছাড়তে হবে জাতীয় শিবিরের জন্য। সুতরাং সন্দেহ থাকছে মোহনবাগান লীগে খেলবে কিনা। তবে আইএফএ সচিব বলছেন , মোহনবাগান লিগে খেলবে না এমনটা বলেনি।

লিগের সভায় ওরাই ২৯ আগস্ট ম্যাচ দিতে বলেছিল। পাশাপাশি বিদেশী খেলানো নিয়ে ওদের দাবি আমরা মেনে নিয়েছি। ২ সেপ্টেম্বর কল্যাণীতে রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচ আছে মহমেডান স্পোর্টিংয়ের।  এদিকে আইএফএ নিরাপত্তার স্বার্থে  তিন প্রধানের সব ম্যাচ কল্যাণীতে করার সিদ্ধান্ত নিয়েছে। আর ঠিক হয়েছে,তিন প্রধান সাতদিনে পাঁচটি ম্যাচ খেলবে কল্যাণী স্টেডিয়ামে।

Loading