নিজস্ব প্রতিনিধি -অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘বাইজু বাওরা’ ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন বলে জানা গেছে। এখনো পর্যন্ত সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবতী’ ছবিতে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। যার প্রতিটিই ছিল সুপার-ডুপার হিট। বক্স অফিসে শত কোটি টাকার ব্যবসা করেছিল ছবিগুলো। সেই জনপ্রিয়তার জন্যই ফের একবার রণবীর সিংকে নিয়ে ‘বাইজু বাওরা’ নামে আরো একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন বানসালি।
ইতোমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর। এদিকে ‘বাইজু বাওরা’তে রণবীরের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। তবে ছবিটিতে অভিনয়ের জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন দীপিকা। এ প্রসঙ্গে দীপিকার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘এই ছবিটির জন্য এত পারিশ্রমিক দেয়া সম্ভব না। এ কারণে নাকি পিছিয়ে গিয়েছেন বানসালি।’যে কোনো ছবিতে অভিনয়ের জন্য প্রধান পুরুষ অভিনেতাকে যে পারিশ্রমিক দেয়া হবে সেই একই পারিশ্রমিক দিতে হবে দীপিকা পাড়ুকোনকে এ কথা কম-বেশি সবারই জানা।