নিজস্ব প্রতিনিধি – লেবু গ্রামে প্রায় প্রতিটি বাড়ীতেই আছে বলতে গেলে আর এ লেবুর উপকারিতা যদি আমরা দেখি তা বলে শেষ করা যাবেনা । লেবুতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদানের সমারোহ যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনেকভাবে সাহায্য করে। এই করোনাকালীন সময়ে লেবু খেলে উপকারিতা পাওয়া যাবে তা বলার অপেক্ষা রাখেনা ।

আসুন আমরা জেনে রাখি লেবুর অসাধারণ কিছু উপকারিতা-

*ক্যান্সার প্রতিরোধ করে

“পাকস্থলীকে পরিস্কার রাখে

“ফুসফুসের জন্য ভাল লেবু নিয়মিত খেলে

শরীরের ক্ষত সারায়

*হাইপার টেনশন কমাতে সাহায্য করে

“ত্বকের যত্নে লেবুর তুলনা হয়না

*মুখের দুর্গন্ধ দুর করে

*নখকে সুন্দর করে

*ওজন কমাতে লেবু বেশ সাহায্য করে

*গর্ভবতী নারীদের সুস্থতায়

আরেকটি বড় উপকারিতা হলো লেবু বয়সের ছাপ দূর করে ত্বক টান টান রাখে ।

Loading