সুখশান্তির ঘরোয়া টোটকা

প্রফেসর ডক্টর কুশল সেন

অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

e-mail :  kooshoeg@gmail.com

কেনো বড় শত্রু দমনের জন্য একটি জায়ফল কর্পূরের সাথে রেখে জ্বালিয়ে ভস্মখানি কোন বহতমান জলে শত্রুর নাম ও মুখমন্ডল স্মরণ করে ফেলে দিতে হবে দুপুর ১২টার আগে। শত্রু অবশ্যই দমন হবে।

সুখ-শান্তি বৃদ্ধির জন্য একটি মাটির পাত্রে রূপোর টাকা (১টি) লাল কাপড়ে বেঁধে রাখতে হবে। তারপর মাটির পাত্রটি গম অথবা চাল দিয়ে ভরতি করে ঘরের বায়ুকোণে (উত্তর-পশ্চিম) কোণে লুক্কায়িত স্থানে রাখতে হবে। এই ক্রিয়া সম্পন্ন করলে গৃহে কোনো ধনাভাব হবে না।

Loading