Zulfikarali, mecheda: এদিন জগন্নাথদেবের ফেরত রথযাত্রা উপলক্ষ্যে ভক্তদের ভিড় হয় । তবে ইস্কনের নির্দেশ অনুসারে কোভিড বিধি মেনেই হয় রথের রশ্মি টানার কাজ। রথের দড়িতে টান দেওয়ার আগে অগনিত ভক্তদের প্রসাদ বিতরন করা হয়। বহু মহিলা ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো।

 করোনা আবহের মধ্যেই স্যানিটাইজ করে সামাজিক দূরত্ব বজায় রেখেই ইস্কনের রথযাত্রা পালন হয়,তবে গতবারের তুলনায় এবছর তাড়াতাড়ি রথ টানা হয়ে যায়।

কারন এই ইস্কন মন্দিরে লাখ লাখ মানুষের সমাগম হয়, কিন্তু  সরকারি নিয়ম মেনে চলার কারনে আমাদের বিকেলের বদলে সকালে রথ টানা হয়, কারন মানুষের ভিড় যেন না বাড়ে সেকারনে সময় বদল করেছি। ১১ বছর ধরে চলছে এই ইস্কনের রথ।  তবে কোভিড বিধির জন্য সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়, এমনকি মহোতসব অনুষ্ঠানও বাতিল হয়। ছোট করে অনুষ্ঠান করা হয় তা কোভিড বিধিকে মান্যতা দিয়েই।

Loading