সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

সাপ্তাহিক রাশিফল ১৬ মে – ২২ মে ২০২১

ভোগ-সুখ আর ধনের লোভে ছুটছে অবুঝ মন,

শুধু উপোশ করে দেহকে কষ্ট দিয়ে নয়

লোকদেখানো চিৎকার কীর্তন করে নয়,

মন্দিরে মন্দিরে শুধু প্রণাম ঠুকে নয়

তাঁকে ডাকে অন্তরে আচারে বিচারে ধ্যানের দ্বারা।

মেষ – কর্মক্ষেত্রে চিন্তা বৃদ্ধি। বিষন্নতা ভাব, ব্যবসায় নতুন ঝুঁকি না নেওয়াই উচিৎ হবে। গৃহে নানা অশান্তি যোগ। স্বাস্থ্য মন্দ নয়, তবে সাবধানতা অবলম্বন করে চলুন।

বৃষ – অর্থ বিষয়ে শুভ ফল দেখা যায়। বেশ কিছু পাওনা অর্থ আদায় হবে। ব্যবসায় নব উদ্যোগ দেখা যায়। প্রেমে আঘাত পরিলক্ষিত। দাম্পত্য কলহ যোগ। স্বাস্থ্য মন্দ দেখা যায়।

মিথুন – প্রতিবেশীর সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। প্রাপ্তিযোগে আনন্দ লাভ। কর্মক্ষেত্রে বাধা। দাম্পত্য সুখ লাভ। পেটের রোগে ভোগ রয়েছে।

কর্কট – নতুন সুযোগের সবুজ সংকেত। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। গৃহে মিত্র সমাগম। নিকট আত্মীয়ের মৃত্যুতে শোক। প্রেমের হাতছানি। দেহে পীড়া ভোগ হতে সাবধান হন।

সিংহ – নানা কারণে অর্থব্যয়। গৃহে অকারণে ঝামেলা। সংসারে নতুন অতিথির আগমন। ব্যবসায়ে শুভ যোগ। দাম্পত্য কলহের অবসান। স্বাস্থ্য মন্দ যাবে না।

কন্যা – কর্মক্ষেত্রে শুভ যোগ। চাকুরীতে সুনাম বৃদ্ধি। ব্যবসায় অহংভাব ও অলসতায় করুণ পরিণাম। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। পিতা মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তার কারণ। দেহে পীড়া যোগ।

তুলা – ভ্রমণের পরিকল্পনা। কর্মে আশাহত। ব্যয়ভাব বৃদ্ধি যোগ। ব্যবসায় লাভ যোগ। গৃহে শুভ ভাব। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান যোগ পরিলক্ষিত। পত্নির স্বাস্থ্য বিষয়ে চিন্তা। সন্তানের উন্নতি যোগ দেখা যায়।

বৃশ্চিক – সময়টা আপনার জন্য বিশেষ শুভ নয়। সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। বন্ধুহানী, অর্থনাশ যোগে আপনার মনকে দুঃখিত করবে। কিঞ্চিত প্রাপ্তিযোগ রয়েছে।

ধনু – কর্মে শুভযোগ। বন্ধুলাভ। প্রেমে আনন্দ লাভ। পত্নীর সহযোগীতা লাভ। সামাজিক উন্নতিতে সম্মান লাভ, পিতা-মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তার কারণ আছে।

মকর – অর্থ বিষয়ে আগের তুলনায় বেশ ভালো। কর্মক্ষেত্রে আনন্দলাভ। দ্রব্যলাভ যোগ রয়েছে। গৃহে শুভ অনুষ্ঠানের সূচনা হবে। ভ্রাতৃবিরোধী এড়িয়ে চলুন।

কুম্ভ – প্রণয় ভঙ্গে মানসিক কষ্ট। বুদ্ধির ভুলে মিথ্যা দোষারোপ। চাকুরী ক্ষেত্রে শুভ সংবাদ। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। প্রতারিত হওয়া থেকে সাবধান হন। অস্থিভঙ্গ যোগ রয়েছে। সতর্ক থাকুন।

মীন – অহংকার মনে বাসা বাঁধবে। অযথা ঘৃণাভাব পরিত্যাগ করুন। ব্যবসায় শুভ যোগ। সন্দেহের বশে দাম্পত্য অশান্তি। এক অস্থিরতা তাড়িয়ে নিয়ে বেড়াবে। আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

Loading