কুশল সেন (বিশেষ প্রতিনিধি)– ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন ধার্য করে দিল শীর্ষ আদালত। নিট পরীক্ষা পিছনোর জন্য কয়েক জন পরীক্ষার্থী শীর্ষ আদালতের কাছে রিট পিটিশন দায়ের করেছিলেন। কিন্তু পরীক্ষা পিছানো হবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। রায় দিলেন বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ। পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয় এক শ্রেণির পড়ুয়া। তাঁদের অভিযোগ, নিট পরীক্ষা চলাকালীন আরও বেশ কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা পিছিয়ে অক্টোবর মাসে নেওয়ার তারা আবেদন জানায়। কিন্তু পরীক্ষা না পেছোনোর সিদ্ধান্তে অনড় ছিল শিক্ষা মন্ত্রক। শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, এই পরীক্ষার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়।  সুতরাং পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো কারণ নেই।

Loading